
আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও মাঠের বাইরের এক ঘটনার কারণে আলোচনায় রয়েছেন বিরাট কোহলি। অভিনেত্রী ও ইনফ্লুয়েঞ্জার অবনীত কৌরের একটি আবেদনময়ী ছবিতে লাইক দেওয়ার ঘটনায় শুরু হয় সমালোচনার ঝড়। পরে কোহলি ব্যাখ্যা দিয়ে বলেন, এটি ছিল ‘ভুলবশত অ্যালগরিদমের ইন্টারঅ্যাকশন’।
তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। এবার ভারতীয় গায়ক রাহুল বৈদ্য বিষয়টিকে ঘিরে বিরাট কোহলিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে রাহুল বলেন, “এক সময় বিরাট কোহলির ভক্ত ছিলাম। এখনও ক্রিকেটার হিসেবে তাকে পছন্দ করি। কিন্তু মানুষ হিসেবে আমি তাকে সম্মান করি না।”
রাহুল অভিযোগ করেন, কোহলি তাকে ব্লক করেছেন, যদিও কেন করেছেন তা তিনি জানেন না। তবে ব্যঙ্গ করে বলেন, “সম্ভবত ইনস্টাগ্রাম অ্যালগরিদমই তাকে আমার পক্ষ থেকে ব্লক করেছে!”
কোহলির ব্যাখ্যা নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, “সবার জন্য জানিয়ে রাখি, আমি যদি কারও ছবিতে লাইক দিই, সেটা ইনস্টাগ্রামের ভুল। আমি করিনি, এটা অ্যালগরিদমের কাজ। ইনস্টাগ্রামের দোষ।”
এদিকে, এই মন্তব্যের জেরে কোহলির সমর্থকদের তীব্র সমালোচনার শিকার হচ্ছেন রাহুল বৈদ্য। শুধু তাকেই নয়, তার স্ত্রী ও বোনকেও গালাগাল করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোহলির ভক্তরা আসলেই জোকার। বিরাট তো একজন জোকারই, তার ভক্তরা তার থেকেও বড় জোকার।”
ঘটনার সূত্রপাত অবনীত কৌরের এক ফ্যানপেজের ছবিতে বিরাট কোহলির ‘লাইক’ দেওয়া নিয়ে। পরে কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “ফোনের ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদম ভুলবশত লাইক দিয়ে থাকতে পারে, এতে আমার কোনো ইচ্ছা ছিল না। অনুরোধ করছি এই বিষয়ে অহেতুক আলোচনা না করতে।”
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ রাহুল বৈদ্যের মন্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকেই তার বক্তব্যকে অতিরঞ্জিত ও অপ্রাসঙ্গিক বলে মনে করছেন।