চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের লড়াই: বার্সার বিপক্ষে আজ মাঠে নামছে ইন্টার

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের লড়াই: বার্সার বিপক্ষে আজ মাঠে নামছে ইন্টার

খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১টায় ইন্টার মিলানের মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগে সমানে সমান অবস্থানে রয়েছে দুই দল। ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচেই জয় চাই উভয়ের।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ১৫ বছর পর ফাইনালে উঠতে চায় ইন্টার মিলান। ২০১০ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি সেবারও সেমিফাইনালে হারিয়েছিল বার্সেলোনাকে। এবারও পুরনো ইতিহাস পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে তারা।

তবে বড় ধাক্কা খেয়েছে ইন্টার। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক ও শীর্ষ গোলদাতা লাউতারো মার্টিনেজ। আক্রমণভাগ সামলাতে থুরামের সঙ্গে দেখা যেতে পারে তারেমি বা আরনাউতোভিচকে। বেঞ্জামিন পাভারও চোটে ভুগছেন, তার খেলা অনিশ্চিত।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার জন্য সুখবর— ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডোভস্কি। তবে কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, লেভানডোভস্কি শুরুতে বেঞ্চে থাকবেন। তার পরিবর্তে ফরোয়ার্ড হিসেবে মাঠে নামবেন ফেরান তোরেস। গোলবারে থাকবেন ইনফর্ম গোলরক্ষক সেজনি।

দুই দলের কোচই জানিয়ে দিয়েছেন, ৯০ মিনিটেই নয়, প্রয়োজন হলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের জন্যও প্রস্তুত থাকবেন তারা। উত্তেজনাপূর্ণ এক সেমিফাইনাল অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *