
বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার কণ্ঠ দিয়েছেন নিজের জন্মস্থান কুমিল্লাকে নিয়ে একটি বিশেষ গানে। “বাংলাদেশের কেল্লা” শিরোনামের এই গানটি কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংগ্রামী অতীতকে তুলে ধরতে নির্মাণ করা হয়েছে।
গানটিতে কুমিল্লার প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমান আধুনিক অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ ও বিশ্বব্যাপী প্রভাব সবই স্থান পেয়েছে। পাশাপাশি বীরত্বগাঁথা ও আন্দোলন-সংগ্রামের গৌরবময় ইতিহাসকেও তুলে ধরা হয়েছে গানের কথায়।
গানটির মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেডের কাছে কুমিল্লার গৌরবময় অতীত ও সংস্কৃতি তুলে ধরা, যাতে তারা সঙ্গীতের মাধ্যমে নিজেদের শেকড় সম্পর্কে জানতে পারে।
গানটির নির্মাণে যাঁরা যুক্ত ছিলেন:
- গীতিকার: কুমিল্লার ইতিহাস গবেষক ও ‘দৈনিক কুমিল্লার কাগজ’-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়।
- গীত রচনায় উপদেশ: খ্যাতিমান গীতিকার রাজিব আহমেদ।
- সুর ও সঙ্গীত পরিচালনা: ভারতের মুম্বাইয়ের সংগীত পরিচালক বিজন ভট্টাচার্য্য।
- কম্পোজিশন, প্রোগ্রামিং ও মিক্সিং: বিজন ভট্টাচার্য্য ও তার টিম।
- সার্বিক সমন্বয়: সুদীপ্ত দাস (মুম্বাই)।
- পরামর্শ: প্রখ্যাত সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু।
গানটির রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটি প্রকাশিত হবে আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং দৈনিক কুমিল্লার কাগজ-এর ইউটিউব চ্যানেলে।
গীতিকার আবুল কাশেম হৃদয় জানান, “এই গানটি শুধু একটি সংগীত নয়, এটি কুমিল্লার ঐতিহ্যের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক। আশা করি গানটি দেশজুড়ে দর্শকদের মনে সাড়া ফেলবে।”
