টি-টোয়েন্টিতে লিটন দাসই অধিনায়ক আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা বিসিবির

টি-টোয়েন্টিতে লিটন দাসই অধিনায়ক আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা বিসিবির

খেলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পেলেন লিটন দাস। উইকেটকিপার-ব্যাটার লিটনের নেতৃত্বেই চলতি মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। রোববার (৪ মে) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রকাশিত ১৫ সদস্যের দলটি সাজানো হয়েছে নিয়মিত ক্রিকেটারদের নিয়ে, বড় কোনো চমক ছাড়াই। পেসার তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে চিকিৎসা নিতে বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে। ফলে তার অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।

টি-টোয়েন্টি সিরিজ সূচি:

সংযুক্ত আরব আমিরাত সফর:

১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

পাকিস্তান সফর:

২৫ ও ২৭ মে, ফয়সালাবাদ

৩০ মে, ১ জুন ও ৩ জুন, রাওয়ালপিন্ডি

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বিশ্বকাপ সামনে রেখে দল গঠনে ধারাবাহিকতা রক্ষা এবং লিটনের নেতৃত্বে অভিজ্ঞ-তরুণ সমন্বয়ে শক্তিশালী দল গড়ে তোলার চেষ্টা করছে নির্বাচক প্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *