ক্রিকেটার থেকে অভিনেতা এবার নির্মাতাও:ফ্যাঁকড়া সিরিজ নিয়ে ফিরলেন পার্থ শেখ

ক্রিকেটার থেকে অভিনেতা এবার নির্মাতাও:ফ্যাঁকড়া সিরিজ নিয়ে ফিরলেন পার্থ শেখ

বিনোদন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন পার্থ শেখ, কিন্তু ইনজুরির কারণে ২০১৫ সালে সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর ২০১৭ সালে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তারপর থেকে নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন তিনি।

এবার পার্থ শেখ অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ আসছে বঙ্গতে। ভালোবাসার মানুষের জন্য এক বন্ধুর অপরাধে জড়িয়ে পড়ার গল্প নিয়ে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন আসিফ চৌধুরী। এতে পার্থর সঙ্গে রয়েছেন মীর রাব্বি, শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম।

পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশিত জেফারের গান ‘তীর’-এর ভিডিও নির্মাণ করেছেন পার্থ। এর আগে ‘বেণী খুলে’, ‘একলা দুনিয়া’, ‘প্রেমে দেওয়ানা’সহ বেশ কিছু গানের ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

আসন্ন ঈদে পার্থ অভিনীত পাঁচ-ছয়টি নাটক আসছে। তবে নির্মাণকে তিনি দেখেন একান্ত ব্যক্তিগত জায়গা হিসেবে—“ভালো কিছু তৈরি হলে, মানুষ জানবেই,” বললেন তিনি।

পার্থর ভাষায়, “অভিনয় ও নির্মাণ—দুটোই কঠিন, তবে আমি দুটোতেই নিজেকে শাণিত করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *