
অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। শনিবার (৩ মে) ফেসবুকে একটি পোস্টে তিনি পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে হতাশা প্রকাশ করে লেখেন, আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু সেখানে মরতে রাজি নই। আমি এমন ভবিষ্যতে বিশ্বাস করি, যেখানে সবার নিজস্ব মত, পছন্দ ও সিদ্ধান্তের অধিকার থাকবে।”
পরে এক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে বাঁধন জানান, এই উপলব্ধি তার দীর্ঘদিনের। এমনকি নিজের পরিবার ও বেড়ে ওঠার পরিবেশও এই কাঠামোর অংশ বলে উল্লেখ করেন তিনি।
নারী নির্যাতন ও বৈষম্যের জন্য রাষ্ট্রকে দায়ী করে বাঁধন বলেন, “রাষ্ট্রেরই উচিত প্রথমে সমস্যা চিহ্নিত করে সমাধান দেখানো।”
সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো নিয়ে তিনি বলেন, “বেশিরভাগ মানুষ নিজেদের মনোভাব ফেক আইডি দিয়ে প্রকাশ করে। আমিও প্রায়শ বাজে মন্তব্য পাই, কিন্তু মুছি না—এটাই বাস্তবতা।”