আনচেলত্তিকে কোচ হিসেবে চায় ব্রাজিল দেশি কোচেই ভরসা কাফুর

আনচেলত্তিকে কোচ হিসেবে চায় ব্রাজিল দেশি কোচেই ভরসা কাফুর

খেলা

পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এবং চারবার ফিফা বর্ষসেরা কোচের খেতাবধারী কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে চায় দেশটির ফুটবল ফেডারেশন। তবে সাবেক অধিনায়ক কাফু এই পরিকল্পনায় খুব একটা আগ্রহী নন।

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তিকে নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত কিছু হয়নি। বিশ্বকাপ খরা কাটাতে ব্রাজিল চাচ্ছে একজন অভিজ্ঞ কোচ, তবে কাফুর মতে, সেই দায়িত্ব দেশীয় কারও হাতেই থাকা উচিত।

কাফু বলেন, “আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছি, প্রতিবারই দেশি কোচের নেতৃত্বে। এটা আমাদের ঐতিহ্য। যদি আনচেলত্তিকে আনা হয়, অবশ্যই আমরা স্বাগত জানাব। কিন্তু আমার বাজি দেশি কোচের ওপরই।”

তবে আনচেলত্তির প্রশংসাও করেছেন কাফু। তিনি বলেন, “তিনি শুধু কোচ নন, খেলোয়াড়দের বন্ধু ও পথপ্রদর্শক। যেখানে গেছেন, সেখানেই জয় এনেছেন। তার অভিজ্ঞতা জাতীয় দলকে সাহায্য করতে পারে।”

বিশ্বকাপ শুরু হতে এখনো দেড় বছরের মতো বাকি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্রাজিলীয় ফুটবল প্রশাসনের হাতে এখনো সময় আছে। তবে ব্রাজিলিয়ানদের কাছে জাতীয় দলের কোচ হিসেবে একজন ‘নিজের মানুষ’ই এখনো বেশি গ্রহণযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *