সিসিএলে মাঠে নামছেন তাসনুভা তিশা শৈশবের ক্রিকেট স্বপ্ন নিয়ে রোমাঞ্চিত অভিনেত্রী

সিসিএলে মাঠে নামছেন তাসনুভা তিশা শৈশবের ক্রিকেট স্বপ্ন নিয়ে রোমাঞ্চিত অভিনেত্রী

বিনোদন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ভিন্ন এক আয়োজনে— সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। অভিনয়ের বাইরে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে এবার মাঠে নামছেন তিনি। দুই বছর বিরতির পর আবারও আয়োজিত হচ্ছে তারকাবহুল এই টুর্নামেন্ট। আর শুরুতেই চলছে তারকাদের অনুশীলন এবং প্রাক-ম্যাচ প্রস্তুতি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানান, এই আয়োজনে অংশ নিতে পেরে দারুণ রোমাঞ্চিত তিনি। তার ভাষায়, “এখানে এসে আমার খুব ভালো লাগছে। সবাই পরিচিত। এর আগে অংশ নিতে পারিনি, কারণ আমি তখন শারীরিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে এবার সুযোগ পেয়েই অংশ নিচ্ছি।”

শুধু তাই নয়, শৈশবে ব্যাট না থাকার কারণে খেলায় অংশ নিতে না পারার স্মৃতিও তুলে ধরেন তিনি। বলেন, “ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু ব্যাট ছিল না। ছেলেরা তাই খেলতে দিত না। এখন কাজের ব্যস্ততায় খেলা হয় না, কিন্তু শখের জন্যই খেলছি।”

তিশা আরও বলেন, “আমি জানি, আমি কোনো খেলায় জিতি না। কিন্তু যেটাই করি, সেটা প্রোপারলি করতে চাই। এমনকি ফিল্ডিং করলেও যেন সেটা ঠিকঠাকভাবে করতে পারি— সেই চেষ্টাই থাকবে।”

ব্যক্তিগত জীবনেও বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ফারজানুল হককে বিয়ে করে এক কন্যা ও এক পুত্র সন্তানের মা হন তিশা। তবে সেই সংসার ২০১৮ সালে ভেঙে যায়। এরপর ২০২২ সালে তিনি বিয়ে করেন আজগর নামে এক যুবককে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পারিবারিক জীবনও চালিয়ে যাচ্ছেন সমানতালে।

তাসনুভা তিশার মতো তারকাদের অংশগ্রহণে জমে উঠেছে সিসিএল। দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *