
আইপিএল ২০২৫-এ বল হাতে এখনও নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি রশিদ খান। ১০ ম্যাচে মাত্র ৭ উইকেট, ইকোনমি ৯.৫১—সব মিলিয়ে বিবর্ণ পারফরম্যান্স। কিন্তু এমন সময়েও নিজের অসাধারণ ফিল্ডিং দিয়ে আলোচনায় ফিরেছেন আফগান অলরাউন্ডার।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে রশিদ খান দেখালেন কেন তিনি এখনও দলের অমূল্য সম্পদ। প্রসিধ কৃষ্ণর বলে ট্র্যাভিস হেডের একটি ক্যাচ নিতে ৩২ মিটার দৌড়ে দুর্দান্ত ডাইভ দেন রশিদ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে নিখুঁত টাইমিংয়ে বল তালুবন্দি করেন তিনি।
ধারাভাষ্যকারদের মতে, এটি হতে পারে এবারের আসরের সেরা ক্যাচ। সোশ্যাল মিডিয়াতেও মুহূর্তেই ভাইরাল হয় ক্যাচটির ভিডিও।
ম্যাচে গুজরাট টাইটানস জয় পায় ৩৮ রানে। শুবমান গিলের ৩৮ বলে ৭৬, জস বাটলারের ৩৭ বলে ৬৪ ও সাই সুদর্শনের ২৩ বলে ৪৮ রানে ভর করে তারা তোলে ২২৪ রান। জবাবে হায়দরাবাদ ৬ উইকেটে থামে ১৮৬ রানে। অভিষেক শর্মা করেন সর্বোচ্চ ৭৪ রান।
ব্যাট হাতে রশিদ খানের খুব একটা প্রয়োজন পড়ছে না, কারণ টপ অর্ডার দারুণ ছন্দে আছে। কিন্তু বোলিংয়ে তার ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, এমন এক ক্যাচ দিয়ে তিনি প্রমাণ করেছেন—দল কেন এখনও তার ওপর ভরসা রাখছে।