
ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ এক যুগ ধরে বন্ধ থাকলেও, তাদের লড়াই এখন সীমাবদ্ধ আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই। তবে কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এবার বৈশ্বিক টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
যদিও এই দাবির বাস্তবায়ন আন্তর্জাতিক পরিসরে কঠিন, তবুও ভারত নিজেদের ক্ষমতার আওতায় পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি একরকম কঠোর অবস্থান নিচ্ছে।
এরই অংশ হিসেবে পাকিস্তানের চার শীর্ষ ক্রিকেটার—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। এর আগেও শোয়েব আখতার, বাসিত আলি, রশিদ লতিফসহ একাধিক সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া, পাকিস্তানি জ্যাভলিন তারকা আরশাদ নাদিমের অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। সম্প্রতি ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী নীরজ চোপড়া তার প্রতিযোগিতায় আরশাদকে আমন্ত্রণ জানালে তা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।
পহেলগাম হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দোষারোপ করে এবং তার প্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে।