
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের পক্ষ থেকে বিশেষ উপহার। নেইমার ইনস্টিটিউট থেকে পাঠানো উপহারটি তার হাতে তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সংগঠক রবিন মিয়া। উপহারের মধ্যে ছিল একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু এবং একটি জার্সি।
ঢাকায় সেলিব্রিটি ক্রিকেট খেলতে আসা রবিন মিয়া সম্প্রতি পলাশের সঙ্গে দেখা করে এই উপহারটি তুলে দেন। এ সময় একটি ভিডিও বার্তায় পলাশ জানান, এটি তার জন্য বিশেষ কিছু, যা এসেছে একজন ‘স্পেশাল মানুষের’ কাছ থেকে। ভিডিওতে দেখা যায়, পলাশ পানির বোতলটি হাতে নিয়ে সেটির গুরুত্ব ব্যাখ্যা করতে বলেন রবিনকে।
রবিন মিয়া জানান, বোতলটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের তৈরি এবং ব্রাজিল থেকে এটি বিশেষভাবে পলাশের জন্য নিয়ে আসা হয়েছে। “পলাশ এই উপহার ডিজার্ভ করে, কারণ সে একজন ডাইহার্ট ব্রাজিল এবং নেইমার ফ্যান,”— বলেন রবিন। তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ইভেন্টে পলাশকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পলাশ বলেন, “আমি নিজেও একটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। রবিন ভাই সেটি জানতেন এবং নেইমারও বিষয়টি জেনে খুশি হয়েছেন। উপহার হিসেবে পাওয়া এই বোতলের উপরে যে নকশাগুলো রয়েছে, সেগুলো ইনস্টিটিউটের শিশুদের আঁকা— যা এটিকে আরও স্পেশাল করে তুলেছে।”
উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাভিত্তিক উন্নয়নে কাজ করে থাকে। আন্তর্জাতিক পর্যায়ে সমাজসেবামূলক নানা কার্যক্রমের সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।