
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার যুক্ত হচ্ছেন ভিন্ন এক উদ্যোগে—উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
মিষ্টি জানান, উটের দুধের চা তার পছন্দের একটি পানীয় এবং বাংলাদেশে এই বিশেষ দুধের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই ব্যবসায় নামছেন তিনি। “আমি উটের দুধের চা খাই। এখন এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করবো। শিগগিরই এটি লঞ্চ করবো,” বলেন মিষ্টি।
তিনি আরও বলেন, “আমি যেখানেই যাই সবাই প্রশ্ন করেন উটের দুধের চা কেমন। এখন থেকে আর আমাকে সে প্রশ্নের উত্তর দিতে হবে না, কারণ তারা নিজেরাই স্বাদ নিতে পারবেন।”
প্রসঙ্গত, মিষ্টি জান্নাতকে নিয়মিতই দুবাইয়ে দেখা যায়। সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, সেখানে দাঁতের চিকিৎসাসেবা নিয়ে একটি ক্লিনিক খোলার পরিকল্পনা রয়েছে তার। চিকিৎসক পরিচয়ের পাশাপাশি তিনি রূপালি পর্দায়ও সমান সক্রিয়।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টির। এরপর কলকাতার সোহমের বিপরীতেও অভিনয় করেন তিনি। গেল বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনেও আলোচনায় ছিলেন এই তারকা।
কাজ প্রসঙ্গে মিষ্টি জানান, “বিগ বাজেটের দুটি সিনেমায় সাইনিং হতে যাচ্ছে। একটি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।” তবে আগে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে দেশের বাইরে থাকাকালীন নায়িকা পরিবর্তন হয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।