
বাংলাদেশের অভিনয়শিল্পীদের অনেকেই এখন অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাকেও গ্রহণ করছেন পেশা হিসেবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিনোদনের বিভিন্ন শাখায় বিচরণ করছেন তারা। উপস্থাপনায় সাবলীলতা, বাচনভঙ্গি, উচ্চারণ, তথ্যজ্ঞান ও উপস্থিত বুদ্ধির কারণে তারা টেলিভিশন ও মঞ্চ উভয় মাধ্যমেই দারুণ সফল।
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’য় উপস্থাপনায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা, সঙ্গে ছিলেন মামনুন ইমন। রান্নাবিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন নাদিয়া আহমেদ ও এফএস নাঈম।
তাহসান খান উপস্থাপন করছেন এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফ্যামিলি ফিউড’। অন্যদিকে, শাহরিয়ার নাজিম জয় নিয়মিত উপস্থাপনায় ব্যস্ত, আলোচনার পাশাপাশি সমালোচনাও টেনেছেন তিনি।
দুই দশক পর বিটিভিতে উপস্থাপনায় ফিরেছেন ঐন্দ্রিলা আহমেদ, পাশাপাশি নিয়মিত উপস্থাপনায় দেখা যাচ্ছে ইমতু রাতিশ, সারিকা, মৌসুমী মৌ, টয়া সহ আরও অনেক তারকাকে।
এ ছাড়া আফসানা মিমি, স্বাগতা, অপু বিশ্বাস, মৌটুসী বিশ্বাস, তাসনুভা মোহনা, সামিয়া আফরিনসহ আরও অনেক অভিনয়শিল্পী সফলভাবে উপস্থাপনায় কাজ করছেন।
এই প্রবণতা বলছে, অভিনয়শিল্পীদের জন্য উপস্থাপনা এখন কেবল একটি বিকল্প নয়, বরং একটি সফল ও সম্মানজনক পেশাগত পথ।