
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী অভিনয়ে আর ফিরতে চান না—এমনটাই জানিয়েছেন তার স্বামী ও সহশিল্পী ওমর সানী। সময়ের পরিপ্রেক্ষিতে মৌসুমী অভিনয়ের অধ্যায়কে পিছনে ফেলতে চাইছেন বলেই মনে করছেন তিনি।
বর্তমানে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। তার সঙ্গে রয়েছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আপাতত তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
ওমর সানী জানান, “মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে পরিবারকেই সময় দেওয়া জরুরি। মৌসুমী আমাকে বলেছে, ‘সানী, আমি ভুলে যেতে চাই যে আমি মৌসুমী ছিলাম।’ এই কথাটা খুব কষ্টের।”
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “তার মত একজন লিজেন্ডকে নিয়ে ভালো কোনো কাজের চিন্তা এখন আর কারো নেই। নতুন প্রজন্মের অনেকেই মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা।”
২০২৩ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ ছিল মৌসুমীর সর্বশেষ সিনেমা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু স্বীকৃতি। শুধু অভিনেত্রী নয়, গায়িকা ও পরিচালক হিসেবেও সফল ছিলেন মৌসুমী। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এখনো নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান পরিবেশন করেন এই জনপ্রিয় তারকা।
১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর মৌসুমী হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তার কর্মজীবন দেশের সিনেমা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।