
ঘাটাইল প্রতিনিধি: ‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলার ধলাপাড়া শাখার আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ১ মে দুপুরে অফিস কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে ধলাপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র্যালি শেষে ধলাপাড়া নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে সংগঠনের সহ সভাপতি মোঃ তাইজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল সিকদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ ইঞ্জিনিয়ার মোঃ আমিনুর ইসলাম, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ধলাপাড়া ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম দুলাল, সহসাধারণ সম্পাদক মজিদ ভূইয়া প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।