চুক্তি পূরণে ব্যর্থ এলপিএল দল হারাল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স

চুক্তি পূরণে ব্যর্থ এলপিএল দল হারাল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স

খেলা

চুক্তিভিত্তিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দুই দল—জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এই সিদ্ধান্ত এসএলসি ও টুর্নামেন্ট আয়োজক প্রতিষ্ঠান আইপিজি গ্রুপের যৌথ সিদ্ধান্তে নেওয়া হয়েছে। তবে চুক্তিভঙ্গের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

এসএলসি জানায়, কঠোর নিয়ম লঙ্ঘনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। দুই দলের নতুন মালিকানা আসবে কি না কিংবা নতুন কোনো দল যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, গত আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। জাফনা কিংসের হয়ে অভিষেক হয়েছিল তাওহীদ হৃদয়ের। এলপিএলের সবচেয়ে সফল দল জাফনা কিংস—পাঁচ আসরের তিনটিতেই তারা শিরোপা জিতেছে।

সবশেষ আসরে বাংলাদেশ দলের আরও দুই ক্রিকেটার অংশ নেন—মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় খেলেন ডাম্বুলা সিক্সার্সে, আর শরিফুল ইসলাম খেলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে।

এখনও পর্যন্ত ২০২৫ আসরের এলপিএলের তারিখ কিংবা ড্রাফট সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *