
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বুধবার ঢাকার গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এই রিমান্ড আবেদন করেন। শুনানি হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এর আগে মঙ্গলবার বিকালে বেইলি রোড এলাকায় তাকে আটক করে কয়েকজন যুবক। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই গুলশানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যাতে গুলিবিদ্ধ হন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার। তিনি নিজেই এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
সিদ্দিককে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় একদল যুবক তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে ও মারধর করছে। তারা ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিচ্ছিল।
সিদ্দিক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তবে যারা তাকে মারধর করে থানায় সোপর্দ করেছে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, সিদ্দিক আওয়ামী লীগ সরকারের সময় গুলশান ও মধুপুর আসন থেকে সংসদ সদস্য হতে মনোনয়ন চেয়েছিলেন।