পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

খেলা

বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। সাতদিনব্যাপী এই সফরে ঢাকা থেকে ২১ মে পাকিস্তানে পৌঁছাবে জাতীয় দল।

প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই শহরে:

২৫ ও ২৭ মে — ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১ম ও ২য় টি-টোয়েন্টি

৩০ মে, ১ ও ৩ জুন — লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩য়, ৪র্থ ও ৫ম টি-টোয়েন্টি

টি-টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯বার; এ ম্যাচে পাকিস্তান ১৬ জয় পায়, আর বাংলাদেশের জয় মাত্র ৩টি। সফরের পর বাংলাদেশের পরিকল্পনা সফর শেষে ফিরে দেশে যথা সময়ে প্রস্তুতি সম্পন্ন করার।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি:

  • ২৫ মে: ১ম টি-টোয়েন্টি — ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
  • ২৭ মে: ২য় টি-টোয়েন্টি — ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
  • ৩০ মে: ৩য় টি-টোয়েন্টি — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ১ জুন: ৪র্থ টি-টোয়েন্টি — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ৩ জুন: ৫ম টি-টোয়েন্টি — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *