
ম্যাচের মাত্র ৪ মিনিটেই বাজিমাত করলেন উসমান দেম্বেলে। এমিরেটস স্টেডিয়ামে গ্যালারি পূর্ণ হওয়ার আগেই গোল করে প্যারিস সেইন্ট জার্মানকে (পিএসজি) এগিয়ে দেন ফরাসি তারকা। তার সেই একমাত্র গোলেই আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ থেকে জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।
দেম্বেলের গোলটি আসে জর্জিয়ান উইঙ্গার কাভারৎস্খেলিয়ার বক্সে বাড়ানো এক নিখুঁত পাস থেকে। বাঁ পায়ের এক স্পর্শে নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জাল কাঁপায়।
প্রথমার্ধজুড়ে দাপট দেখায় সফরকারী পিএসজি। যদিও শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেকলান রাইসের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান মিকেল মেরিনো, তবে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়—মেরিনো নিজেই ছিলেন অফসাইডে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ফলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ফরাসি জায়ান্টরা।