
চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তান জন্ম ও স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা আড়ালে থাকলেও এখন তিনি আগের মতোই উচ্ছ্বল।
সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট আবারও তাকে নিয়ে আলোচনা জমিয়ে তুলেছে নেটদুনিয়ায়। তিনি লিখেছেন, “একটু আদরে আমাকে রাখো”, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। এই সংক্ষিপ্ত অথচ আবেগঘন বাক্যটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
অনেকে মনে করছেন, মাহির স্ট্যাটাসে হয়তো তার ব্যক্তিগত জীবনের শূন্যতা কিংবা একাকীত্বের ছোঁয়া আছে। কেউ কেউ আবার এটিকে গানের লাইন বা সিনেমার সংলাপ বলেও ব্যাখ্যা করছেন।
মাহি নিজে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি। তবে এই পোস্ট তার ভক্তদের মধ্যে কৌতূহল ও আবেগের নতুন ঢেউ তুলেছে।