তৃতীয়বারের মতো কন্যাসন্তান দত্তক জনপ্রিয় অভিনেত্রী নিলেন শ্রীলীলা

তৃতীয়বারের মতো কন্যাসন্তান দত্তক জনপ্রিয় অভিনেত্রী নিলেন শ্রীলীলা

বিনোদন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা আবারও আলোচনায়, তবে এবার কোনো নতুন সিনেমা নয়, বরং মানবিক এক উদ্যোগের কারণে। মাত্র ২৩ বছর বয়সেই তৃতীয়বারের মতো কন্যাসন্তান দত্তক নিয়েছেন ‘পুষ্পা ২’ খ্যাত এই অভিনেত্রী।

সোমবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য দত্তক নেওয়া কন্যার সঙ্গে একটি ছবি শেয়ার করে খবরটি নিশ্চিত করেন শ্রীলীলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’

শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে যায় তার সেই পোস্টের কমেন্টবক্স। অনেকেই প্রশংসা জানিয়েছেন এই উদ্যোগের।

এর আগেও, ২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়ে দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে দত্তক নিয়েছিলেন শ্রীলীলা। তাদের নাম রেখেছিলেন গুরু ও শোভিতা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রথম দেখাতেই শিশুদের প্রতি মায়া জন্মেছিল এবং মনে হয়েছিল, তার স্নেহ-ভালোবাসায় বড় হলে তারা আরও ভালো জীবন পাবে।

শ্রীলীলার ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম নাটকীয় নয়। বেঙ্গালুরুর স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. স্বর্ণলতার মেয়ে শ্রীলীলা। গুঞ্জন ছিল তিনি শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের মেয়ে। তবে উভয় পক্ষই সেই সম্পর্ক অস্বীকার করেন। শিল্পপতি রাও এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, স্বর্ণলতার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর শ্রীলীলার জন্ম হয়েছে এবং তাকে তার মেয়ে বলা উচিত নয়।

পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন শ্রীলীলা। অভিনয়ের পাশাপাশি তার এই মানবিক উদ্যোগ দর্শক-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *