"আমার জীবন আমার সিদ্ধান্ত: অভিনেত্রী আজমেরী হক বাঁধন"

“আমার জীবন আমার সিদ্ধান্ত: অভিনেত্রী আজমেরী হক বাঁধন”

বিনোদন

নিজের অবস্থান ও মতাদর্শ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি। আমার জীবন, আমার নিয়ম—আমি কী করব, কিভাবে বাঁচব, তা একমাত্র আমিই ঠিক করি। কারো অনুমতি বা স্বীকৃতির প্রয়োজন নেই আমার।”

সম্প্রতি ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাঁধন। এর আগে জুলাই আন্দোলনের সময়ও তাকে রাজপথে দেখা গেছে, তবে এরপর কয়েক মাস ছিলেন আড়ালে। আবারও ফিরে এসে তিনি স্পষ্ট করেছেন নিজের নীতিগত অবস্থান।

সমালোচনার জবাব না দিলেও, নিজের অবস্থান ব্যাখ্যা করে বাঁধন লিখেছেন, “জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি সব কিছুর অবিলম্বে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কখনো কখনো নীরবতাও বিশ্বাসঘাতকতার মতো মনে হয়।”

ইরেশ জাকের প্রসঙ্গে এক আগের পোস্টে তিনি লিখেছেন, “সংগ্রামের প্রতিটি মুহূর্তে ইরেশ জাকের আমাদের পাশে ছিলেন। ৪ আগস্ট কারফিউর সময় আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। তিনি কোনো চাপের কাছে নত হননি, বরং সত্যের পাশে থেকেছেন। আজ তাকে হেনস্তা হতে দেখা হৃদয়বিদারক।”

অভিনেত্রী বাঁধনের এই বার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *