
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধ্যায় শেষের পথে। স্প্যানিশ ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুম শেষেই ইতালিয়ান এই কোচ বিদায় নিচ্ছেন বার্নাব্যু থেকে এবং তার সম্ভাব্য গন্তব্য ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব।
স্কাই স্পোর্টস ইতালিয়ার বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ‘দ্য অ্যাথলেটিক’ ও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’ জানিয়েছে, ২৫ মে লা লিগা শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সম্ভাবনা রয়েছে, ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাই ম্যাচেই সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে তাকে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আনচেলত্তির মধ্যে আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে বার্নাব্যুতে ঘুরেও গেছেন ব্রাজিলের কর্মকর্তারা। যদিও আনুষ্ঠানিক কিছু এখনো হয়নি।
রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও ক্লাব সূত্রে জানা গেছে, তিনি ক্লাব ছাড়ার আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন। রিয়ালও তাকে কোনো জরিমানা ছাড়াই বিদায় দিতে প্রস্তুত এবং বকেয়া পাওনাও পরিশোধ করবে।
ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে ডাগআউটে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে। রিয়াল এখনো স্থায়ী কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি সম্ভাব্য স্থায়ী কোচ হিসেবে আলোচনায় আছেন বায়ার লেভারকুসেনের জাবি আলোনসো এবং আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তিও।
প্রসঙ্গত, গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তারপর থেকে কোচের পদ ফাঁকা রয়েছে এবং এবার ব্রাজিল চায় একজন পূর্ণকালীন, অভিজ্ঞ কোচ—যার জন্য আনচেলত্তিই তাদের পছন্দ।