বিরাট-আনুশকার সুখী দাম্পত্যের রহস্য জানালেন আনুশকা শর্মা

বিরাট-আনুশকার সুখী দাম্পত্যের রহস্য জানালেন আনুশকা শর্মা

বিনোদন

বিয়ে করেছেন সাত বছর আগে, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে। এখনো বলিউড তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির দাম্পত্য জীবনে নেই কোনো বিতর্ক বা টানাপোড়েন। তাদের রয়েছে দুটি সন্তান—ভামিকা ও আকায়। একের পর এক তারকাজুটির বিচ্ছেদের খবরে যখন শোবিজ ও ক্রীড়াঙ্গন সরগরম, তখন বিরাট-আনুশকা দম্পতির সম্পর্ক যেন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক টিকে থাকার পেছনের ‘রহস্য’ নিজেই শেয়ার করেছেন আনুশকা শর্মা। তার মতে, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থাকাই একটি সম্পর্ককে করে মজবুত।

তিনি বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়া খুব গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারীর সমান অংশগ্রহণ ছাড়া সম্পর্ক পরিপূর্ণ হয় না।”

আনুশকার মতে, একজন ভালো মানুষ হতে হলে শুধু সঙ্গীর প্রতি নয়, বরং প্রতিটি প্রাণীর প্রতিও দয়াশীল হওয়া উচিত। পাশাপাশি একজন ভালো শ্রোতা হওয়াও দরকার এবং অহংকার দূরে রেখে সম্পর্ক গড়তে হয়।

রসবোধ সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বলেও মনে করেন এই অভিনেত্রী। হাস্যরসের মধ্য দিয়েই সম্পর্ক আরও গভীর হয় বলে মনে করেন তিনি। মজার ছলে আনুশকা জানান, একসঙ্গে সময় কাটাতে বোর্ড গেম খেলেন তারা, যেখানে মাঝে মধ্যেই বিরাটকে হারিয়ে দেন তিনি!

উল্লেখ্য, সন্তানদের বড় করে তোলার জন্য দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। তাঁদের দাম্পত্য এবং পারিবারিক জীবনের ভারসাম্য এখন হয়ে উঠেছে অনেকের জন্য অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *