দুই সিনেমা অনিশ্চিত অভিনয়ে শাবনূরের ফেরা নিয়ে শঙ্কা

দুই সিনেমা অনিশ্চিত অভিনয়ে শাবনূরের ফেরা নিয়ে শঙ্কা

বিনোদন

চিত্রনায়িকা শাবনূর ২০২৩ সালের নভেম্বরে দেশে ফিরে দুটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন—আরাফাত হোসাইনের রঙ্গনা ও চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া। তবে দেড় বছর পেরিয়ে গেলেও কোনো সিনেমার কাজই শেষ হয়নি, বরং দুটিকেই ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রঙ্গনার প্রথম ধাপের শুটিং শেষ করলেও এরপর কাজ আর এগোয়নি। গুজব উঠেছিল, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর, যদিও তিনি সেটি অস্বীকার করেন। নির্মাতা আরাফাত হোসাইনও বলেছিলেন শুটিং আবার শুরু হবে, কিন্তু এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি।

চলতি মাসের শুরুতে হঠাৎ এক দিনের জন্য দেশে এলেও শাবনূর সিনেমা নিয়ে কিছু জানাননি। এতে নতুন করে প্রশ্ন উঠেছে তার অভিনয়ে ফেরার বিষয়ে।

অন্যদিকে, মাতাল হাওয়া নিয়েও আশাব্যঞ্জক কোনো খবর নেই। নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, তিনি শাবনূরকে যথাযথ সম্মান দিয়ে পর্দায় আনতে চান, না হলে সিনেমাটি করবেন না। ২৫ এপ্রিল এক ফেসবুক পোস্টেও তিনি সিনেমা নিয়ে সময়মতো আপডেট দেওয়ার কথা বলেন, তবে তাতেও অনিশ্চয়তা থেকেই গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *