বিশ্বসেরা না হলেও সবচেয়ে অবমূল্যায়িত: তাইজুলের প্রশংসায় তামিম

বিশ্বসেরা না হলেও সবচেয়ে অবমূল্যায়িত: তাইজুলের প্রশংসায় তামিম

খেলা

ক্যারিয়ারের বড় একটা সময় সাকিব আল হাসানের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার হওয়ায় একাদশে সুযোগ পেতে হতো অপেক্ষায়, তবুও যখনই সুযোগ পেয়েছেন, পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন এই স্পিনার, বিশেষ করে টেস্ট ক্রিকেটে।

তবে বিশ্ব ক্রিকেটে তাইজুলের প্রাপ্তি যেন তাঁর পারফরম্যান্সের তুলনায় অনেক কম। বিষয়টি আবারও সামনে এনেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুলের দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক মাধ্যমে তামিম লেখেন,

“এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল। এখনো খেলছেন, অন্য বোলারদের পরিসংখ্যান দেখলে আমার কথার সত্যতা বুঝতে পারবেন। আরও একবার ৫ উইকেট, দুর্দান্ত তাইজুল!”

তামিমের বক্তব্যের সঙ্গে একমত তাইজুলও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী স্পিনার বলেন,
“হ্যাঁ, আমার কাছেও এমন মনে হয়। আপনারা হয়তো এটা আরও ভালো জানেন।”

চট্টগ্রাম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারে ১৬তম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে এই রেকর্ডে তার ওপরে আছেন কেবল সাকিব আল হাসান, যিনি ১৯ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

সবমিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে ৫৩ টেস্টে ৫ উইকেট নেওয়ার সংখ্যায় তাইজুল এখন পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথ, যিনি ৯৩ টেস্টে ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তাইজুল। ২২৪ উইকেট নিয়ে তিনি আছেন সাকিবের পরই, যিনি নিয়েছেন ২৪৬ উইকেট।

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তাইজুল জানান,
“প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি চাই যতটুকু ভালো করা সম্ভব, সেটাই করি। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ইনশাল্লাহ সামনেও করবেন। আমি চাই সবাই ভালো করুক, যাতে দেশের জন্য আমরা আরও ভালো কিছু করতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *