এআই দিয়ে ছবিতে মুখ বসানো নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী শবনম ফারিয়া

এআই দিয়ে ছবিতে মুখ বসানো নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী শবনম ফারিয়া

বিনোদন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ছবি ছড়ানো এখন নতুন এক বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এইবার সেই বিড়ম্বনার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক নারীর ছবিতে শবনম ফারিয়ার মুখ বসিয়ে একটি ছবি ছড়ানো হলে অভিনেত্রী বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি পোস্টে লেখেন, “এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন!”

রসিকতার ভঙ্গিতে তিনি আরও লেখেন, “আমি তো এমনিতেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি! প্রমিজ করছি, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেওয়ার চেষ্টা করব!”

শবনম ফারিয়ার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন, আর অভিনেত্রীও রসিকভাবে সেসবের জবাব দিচ্ছেন। তবে এই ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা ও কঠোর নজরদারির দাবি উঠেছে নতুন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *