
আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে আলোচিত ও বড় বাজেটের সিনেমা ‘তাণ্ডব’, যেটি পরিচালনা করছেন রায়হান রাফি। সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এক প্রশ্ন—শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন?
এ নিয়ে গুঞ্জন থামছেই না। প্রথমে শোনা গিয়েছিল, সাবিলা নূর হচ্ছেন নায়িকা। কিন্তু তিনি একদিন শুটিং করার পর বাদ পড়েছেন বলে খবর প্রকাশ হয়। এরপর নিদ্রা দে নেহার নাম সামনে আসে, কিন্তু একদিন শুটিংয়ের পর তিনিও বাদ পড়েন।
অবশেষে নিশ্চিত হওয়া গেছে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, সাবিলা আবারও শুটিংয়ে অংশ নিয়েছেন। এফডিসির পর এখন উত্তরবঙ্গে চলছে ‘তাণ্ডব’-এর শুটিং, যেখানে অংশ নিয়েছেন শাকিব ও সাবিলা দুজনেই। ইতোমধ্যে তাদের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ভাইরাল হয়েছে।
তবে পরিচালক রায়হান রাফি এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করেননি। তিনি বলেন, “সবকিছু সময়মতো জানানো হবে।”
সিনেমাটির মুক্তি নিয়ে দর্শকের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি শাকিব-সাবিলা জুটিকেও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।