
২০১৮ সালে বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যখন মি টু আন্দোলনের সময় একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে, তখন অভিযোগ করেছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়। এবার সেই তালিকায় নতুন করে নাম যোগ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নবীনা শেয়ার করেছেন সাজিদের সঙ্গে তার একটি অস্বস্তিকর ও অপ্রীতিকর সাক্ষাতের অভিজ্ঞতা। তার ভাষায়, “সাজিদ খান একবার আমাকে একটি প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলেন। আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু যখন তার অফিসে যাই, তিনি হঠাৎ করে বলেন, ‘জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে সামনে বসো। আমি দেখতে চাই তুমি কতটা আত্মবিশ্বাসী।’”
অভিনেত্রী জানান, ঘটনাটি ঘটেছিল ২০০৪ বা ২০০৬ সালের দিকে। তিনি আরও বলেন, “আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তিনি বললেন, ‘তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কোথায়?’ এরপর আমার শরীর নিয়েও অশালীন মন্তব্য করেন।”
নবীনা জানান, পরিস্থিতি সামলে তিনি সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন। পরে সাজিদ খান তাকে একদিনে প্রায় ৫০ বার ফোন করেন এবং নানা অজুহাতে তাড়া দেন।
উল্লেখ্য, নবীনা বোলে ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।