টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় তিনজন ৫ দিনের রিমান্ডে

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে গরু ডাকাতি মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার, ২৮ এপ্রিল টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন।

 

 

আসামিরা হলেন- বগুড়ার শিবপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মৃত দিলবার হোসেনের ছেলে মো. নুর আলম (৩৭), বগুড়ার শেরপুর উপজেলার জামুর মধ্যপাড়া গ্রামের আ. ছালামের ছেলে মো. ইমরান হোসেন (৩০) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে মো. রানা মাহমুদ (৫০)।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, গত ২৩ এপ্রিল টাঙ্গাইল সদরের দেলধা গ্রামের মো. আব্দুল জলিলের ছয়টি ষাঁড় গরু লালমনিরহাট থেকে কেনার পর বাড়ি ফেরার পথে বাসখানপুর হট্টিচরা এলাকায় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গরুগুলো লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন আব্দুল জলিল বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৫ এপ্রিল ডাকাত দলের সর্দার মো. নুর আলমকে বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুর আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল রাতে ইমরান হোসেন ও রানা মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ আরও জানান, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি, ডাকাতির চেষ্টা এবং মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *