
ভারতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল। দেশটির ইউটিউব ব্যবহারকারীরা চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না বা অ্যাক্সেস করতে পারছেন না, যদিও তার আগের আপলোড করা ভিডিওগুলো এখনো দৃশ্যমান রয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত সরকার ‘উস্কানিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্ট’ ছড়ানোর অভিযোগে বেশ কিছু পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। এসব চ্যানেল ব্লক করার সুপারিশ আসে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
তবে শোয়েব আখতারের চ্যানেল সরকার প্রকাশিত নিষিদ্ধ চ্যানেল তালিকায় নেই। তবুও ভারতীয় ব্যবহারকারীদের জন্য তা সীমিত হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শুধু শোয়েব নয়, পাকিস্তানের আরও দুই সাবেক ক্রিকেটার রশিদ লতিফ ও বাসিত আলির ইউটিউব চ্যানেলও ভারতে আর দেখা যাচ্ছে না।
ভারতে যেসব ইউটিউব চ্যানেল সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে: ডন নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, সামা টিভি, জিও নিউজ, সুনো নিউজ, রাজি নামা, উমর চিমা এক্সক্লুসিভ, এবং আরও কয়েকটি পাকিস্তানি গণমাধ্যম ও ব্যক্তিগত প্ল্যাটফর্ম।
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে শোয়েব আখতারের চ্যানেল নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।