টানা পঞ্চম জয়ে উড়ছে মুম্বাই বুমরাহ-মালিঙ্গাকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন

টানা পঞ্চম জয়ে উড়ছে মুম্বাই বুমরাহ-মালিঙ্গাকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন

খেলা

টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠ ওয়াংখেড়েতে নেমে পঞ্চম জয়টাও তুলে নিল মুম্বাই ইন্ডিয়ানস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫৪ রানের দাপুটে জয়ে রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়ারা মুগ্ধ করেছেন ঘরের দর্শকদের।

প্রথমে ব্যাট করে ২১৬ রানের বড় পুঁজি তোলে মুম্বাই। ব্যাটিং ঝড় তোলেন সূর্যকুমার যাদব ও ওপেনার রায়ান রিকেলটন। সূর্য ২৮ বলে ৫৪ রান করে গড়েছেন নতুন কীর্তি— তিনি এখন বলের হিসেবে আইপিএলে ৪ হাজার রান করা দ্রুততম ভারতীয় ব্যাটার। সূর্যর এই মাইলফলকে লেগেছে মাত্র ২৭১৪ বল। ভারতের হয়ে আগের রেকর্ডটি ছিল সুরেশ রায়নার (২৮৮১ বল)। আইপিএল ইতিহাসে সূর্যের চেয়ে কম বল খেলে এই রেকর্ডে পৌঁছেছেন কেবল ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স (২৬৫৮ বল করে)।

লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসে শুরু থেকেই দাপট দেখায় মুম্বাই বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ, আউট করেন মার্করামকে। এরপর উইল জ্যাকস এক ওভারে তুলে নেন পুরান ও পন্তের উইকেট। ব্যাট হাতে ২৯ রান করেও আলো ছড়ান জ্যাকস।

মিচেল মার্শ ও আয়ুশ বাদানি কিছুটা প্রতিরোধ গড়লেও, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট তাদের দুজনকেই ফেরান। শেষ মুহূর্তে বুমরাহ আরও বিধ্বংসী রূপে আবির্ভূত হন— নিজের তৃতীয় ওভারে নেন ৩টি উইকেট, সবমিলিয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ম্যাচ সেরা এই পেসার।

এই ম্যাচে এক নতুন ইতিহাসও গড়েছেন বুমরাহ। মার্করামকে আউট করার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে। ম্যাচ শুরুর আগে দুজনেরই আইপিএলে উইকেট ছিল ১৭০টি করে। ম্যাচ শেষে বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭৪, যা এখন মুম্বাই ইন্ডিয়ানসের সর্বোচ্চ।

দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে ভর করে মুম্বাইয়ের জয়রথ এখন থামছেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *