চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের টস জয় দীর্ঘদিন পর দলে এনামুল অভিষেক তানজিমের

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের টস জয় দীর্ঘদিন পর দলে এনামুল অভিষেক তানজিমের

খেলা

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফিরেছেন এনামুল হক বিজয়। পাশাপাশি অভিষেক হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের, যিনি দেশের ক্রিকেটে সম্ভাবনাময় এক উদীয়মান তারকা হিসেবে পরিচিত।

প্রথম টেস্টে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ফলে চট্টগ্রাম টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত হবে রোডেশিয়ানদের।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে একাদশ:
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি।

চট্টগ্রামে আজকের ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ আর হোয়াইটওয়াশের লক্ষ্যে জিম্বাবুয়ে—দুই দলের লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *