শাকিব খানের ‘বরবাদ’ সাড়া ফেলছে অস্ট্রেলিয়াতেও হাউজফুল শো

শাকিব খানের ‘বরবাদ’ সাড়া ফেলছে অস্ট্রেলিয়াতেও হাউজফুল শো

বিনোদন

রোজার ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক আলোচিত হচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। ছবিটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। আর এখন, দেশে চলমান সাড়া জাগানোর পর, আন্তর্জাতিক বাজারেও এটি তাণ্ডব সৃষ্টি করছে।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়ে ছবিটি সেখানে হাউজফুল শোয়ের চিত্র দেখিয়েছে। সিডনির ব্যাংকস টাউনে প্রথম দিনেই দুটি শো সম্পূর্ণ হাউজফুল হয়ে যায়। এমনকি, অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যান।

ঈগল এন্টারটেইনমেন্টের মাধ্যমে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে, সেগুলোর মধ্যে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড ও তাউরাঙ্গা অন্তর্ভুক্ত।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এতে আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *