মোসাদ্দেক-রাকিবুলের বোলিং নৈপুণ্যে সহজ জয় আবাহনীর

মোসাদ্দেক-রাকিবুলের বোলিং নৈপুণ্যে সহজ জয় আবাহনীর

খেলা

আবাহনী লিমিটেডের দুই স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে কম রানে থামিয়ে সুপার লিগে দাপুটে জয় পেয়েছে আকাশি-নীলরা। শনিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে ৭ উইকেটে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে ২২৫ রান করে। আবাহনীর হয়ে মোসাদ্দেক ৪টি এবং রাকিবুল ৩টি উইকেট নেন।

জবাবে পারভেজ ইমন (৭৩) ও জিশান আলমের (৬৩) দুর্দান্ত ফিফটিতে ১২.৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। শাহরিয়ার কমলের ৩২ রানের ঝড়ো ইনিংসও ছিল গুরুত্বপূর্ণ।

এই জয়ে সুপার লিগে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে ২৬ পয়েন্টে শীর্ষে রয়েছে আবাহনী। এখন মোহামেডান ও গাজী গ্রুপের ম্যাচের ফলের দিকেই তাদের নজর। মোহামেডান হারলে আগেভাগেই শিরোপা নিশ্চিত করবে আবাহনী।

ব্যাটিংয়ে লিজেন্ডসের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদী মারুফ। শরিফুল ইসলামের ২৩ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস দলকে দুইশ রানের গণ্ডি পের করায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *