আবারো শাস্তির মুখে তাওহিদ হৃদয় চার ম্যাচের নিষেধাজ্ঞা

আবারো শাস্তির মুখে তাওহিদ হৃদয় চার ম্যাচের নিষেধাজ্ঞা

খেলা

আম্পায়ারের সঙ্গে বিরোধের ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকা তাওহিদ হৃদয় আবারও শাস্তির মুখে পড়েছেন। গত কয়েকদিন ধরে দুই ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয়তা চলার পর, এবার আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

তাওহিদের আগে থেকেই সাতটি ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে একটি যুক্ত হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন আট। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচের নিষেধাজ্ঞা হয়। এই নিয়ম অনুযায়ী, সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) আজ মোহামেডান ক্লাব ও তাওহিদ হৃদয়কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, “আমরা মোহামেডান এবং হৃদয়কে একটি চিঠি দিয়েছি। যেখানে গতকালের ম্যাচ রেফারির দেওয়া শাস্তি এবং আগের সাত ডিমেরিট পয়েন্টের হিসাব উল্লেখ করে চার ম্যাচ নিষিদ্ধের বিষয়টি জানানো হয়েছে।”

এ নিষেধাজ্ঞার ফলে, আগামী মঙ্গলবার আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান তাওহিদ হৃদয়কে পাচ্ছে না। ডিপিএলের শিরোপা নির্ধারণে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গতকাল সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে তাকে শুনানির জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি। এর ফলস্বরূপ তাকে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *