
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (২৬ এপ্রিল) দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চলতি আসরের নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে থাকায় পিএসএলের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, প্রথম টেস্ট শেষে তিনি পিএসএলে যোগ দেবেন। এজন্য দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।
এদিকে, বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও লিটন দাস পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র পেলেও ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় লিটনকে। অন্যদিকে, রিশাদ এখন পর্যন্ত ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।
পেশোয়ার জালমি আগামীকাল (২৭ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে নাহিদ রানাকে। পেশোয়ারের স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও।
এখন পর্যন্ত পেশোয়ার ৫ ম্যাচের মধ্যে ২টিতে জয় এবং ৩টিতে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।