অভিনেত্রী তাসনুভা তিশার কাজ বাতিলের অভিযোগ: আমাকে থামাতে চাইলে পারবেন না’

অভিনেত্রী তাসনুভা তিশার কাজ বাতিলের অভিযোগ: আমাকে থামাতে চাইলে পারবেন না’

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা একসময় নাটক জগতে ছিলেন চাহিদার শীর্ষে। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বর্তমানে পর্দায় তাকে খুব কমই দেখা যায়। হঠাৎ করেই বাতিল হয়ে যাচ্ছে তার একাধিক নাটকের কাজ—যার ফলে বেশ হতাশ এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজ নিয়ে কথা বলেন তিশা। তিনি জানান, ২০২৫ সালটি যেমনভাবে কল্পনা করেছিলেন, বাস্তবে তা হচ্ছে না। “কাল শুটিং, রাতেই ফোন দিয়ে জানায়, শুটিং হবে না। এমনকি কেন বাতিল হচ্ছে, কেউ সেটাও বলছে না পরিষ্কার করে,” বলেন তিনি।

তিশার দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বিশ্বাসের জায়গায় আস্থা রেখে বলেন, “যারা আমাকে থামাতে চায়, তারা পারবেন না ইনশাআল্লাহ। আমি কাউকে ক্ষতি করিনি, আল্লাহ আমাকে দেখবেন।”

তিনি আরও বলেন, কাজের এই হঠাৎ ভাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। “কোনো কন্সপিরেসি না থাকলে এমন হতো না,” মন্তব্য করেন তিশা।

বর্তমানে তিনি মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করছেন ‘সংসার বিষের বড়ি’ নামে একটি নাটকে, যার নির্মাতা তাইফুর জাহান আশিক। সবকিছু ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে, তবে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *