‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: আর্থিক অভিযোগ নিয়ে মুখ খুলল বিসিবি

‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: আর্থিক অভিযোগ নিয়ে মুখ খুলল বিসিবি

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি আর্থিক লেনদেন নিয়ে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদনকে “ভুল তথ্যভিত্তিক” এবং “সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা” বলে দাবি করেছে। শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এসব প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর (আগস্ট ২০২৪) আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অতীতের আর্থিক অনিয়মের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা সরিয়ে, এর ২৩৮ কোটি পুনরায় নিরাপদ ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। বাকি ১২ কোটি টাকা ব্যবহার হয়েছে বোর্ডের দৈনন্দিন ব্যয়ে।

বিসিবি স্পষ্ট করে জানায়, অর্থ স্থানান্তর বা ব্যাংক পরিবর্তনের সিদ্ধান্ত সভাপতির একক ছিল না। এতে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বাক্ষর করেন। বোর্ড সভাপতির এখানে সরাসরি স্বাক্ষরের ভূমিকা ছিল না।

বর্তমানে ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকে বিসিবির আমানত রয়েছে, যেখান থেকে ২–৫ শতাংশ বেশি সুদ পাচ্ছে বোর্ড। এছাড়া গত ছয় মাসে এসব ব্যাংক থেকে প্রায় ১২ কোটি টাকার স্পনসর এবং ২০ কোটি টাকার ভবিষ্যৎ বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে উদ্দেশ করে বোর্ড বলেছে, গঠনমূলক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। তবে বিভ্রান্তিকর প্রতিবেদন যেন ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। বিসিবির দাবি, বোর্ডের ভিতরে ও বাইরে সক্রিয় কিছু ‘স্বার্থান্বেষী মহল’ বোর্ডের অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিচালনায় বাধা দিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *