
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১০০ শতাংশ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটবে।”
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপড়েন দীর্ঘদিনের। ২০০৮ সালের এশিয়া কাপে পাকিস্তান সফরের পর ভারত আর দেশটিতে খেলতে যায়নি। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে ভারত সফরে আসে পাকিস্তান দল। সাম্প্রতিক চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত হাইব্রিড মডেলের অধীনে দুবাইয়ে ম্যাচ খেলেছে, পাকিস্তানে নয়।
পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়—যেমন পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নেয়।
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও জানান, “সরকারের নির্দেশ অনুযায়ী আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। আইসিসি ইভেন্টে অংশ নেওয়াটা চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা।”