
নাচের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও অভিনয় দিয়েই মূল পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করে নিজের জায়গা তৈরি করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। কাজের ফাঁকে ঘুরাঘুরি করতেও ভালোবাসেন তিনি। একদিন আগেই পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করেছেন নিজের জন্মদিন।
নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন টয়া। সবশেষ তাকে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ। তবে এবার তিনি ফিরেছেন ভিন্ন ভূমিকায়—উপস্থাপক হিসেবে।
সম্প্রতি টয়া শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’-এর শুটিং। এই অনুষ্ঠানটি খাবার রান্নার পাশাপাশি প্লেটিংয়ের নান্দনিকতায় গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন জয়া আহসানসহ দেশের জনপ্রিয় অনেক তারকা।
দীর্ঘ বিরতির পর ফেরার প্রসঙ্গে টয়া বলেন, “নিজের ইচ্ছায়ই বিরতি নিয়েছিলাম। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম, খুব ভালো লাগছে। শুরুতে একটু কঠিন লাগলেও পরে সব ঠিক হয়ে গেছে। উপস্থাপনায় ফিরে অনেক আনন্দ পেয়েছি। শিগগিরই আরও নতুন কাজের খবর দেব।”
২০২২ সালে সাড়া ফেলা প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবেন নিজেদের প্লেটের ক্যানভাসে।
জানা গেছে, অনুষ্ঠানটি ২৫ এপ্রিল ২০২৫ থেকে প্রতি শুক্র ও শনিবার প্রচারিত হবে—বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে এবং দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে।