কাশ্মীর হা'মলায় পাকিস্তানকে দায়ী করায় ভারতের সমালোচনা আফ্রিদির

কাশ্মীর হা’মলায় পাকিস্তানকে দায়ী করায় ভারতের সমালোচনা আফ্রিদির

খেলা

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় ভারতের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এক বিবৃতিতে আফ্রিদি এই অভিযোগকে “দুঃখজনক ও অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “কাশ্মীরে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কিন্তু এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার মতো কোনো প্রমাণ নেই। ভারতের এ ধরনের দ্রুত সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

সন্ত্রাসের যেকোনো রূপের নিন্দা জানিয়ে আফ্রিদি আরও বলেন, “সহিংসতা যেখানেই ঘটুক না কেন, তা মানবিক দৃষ্টিকোণ থেকে দুঃখজনক।”

আফ্রিদি দুই দেশের উত্তেজনা নিরসনে কূটনৈতিক সংলাপের ওপর জোর দেন। তার মতে, “পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়। সংলাপই শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ।”

তিনি খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে বলেন, “ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটাকে কোনোভাবেই দ্বন্দ্বের কারণ করা উচিত নয়।”

উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের কূটনীতিকদের বহিষ্কার ও সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, ইন্দাস নদীর পানি সরবরাহ বন্ধের চেষ্টা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *