
বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন এই তরুণ স্পিডস্টার।
নাহিদকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, যিনি নিজেও এবারের পিএসএলে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হচ্ছেন।
পিএসএলের ড্রাফটে ৩৯ বাংলাদেশির মধ্যে দল পান নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। লিটন চোটে ছিটকে গেলেও রিশাদ দুর্দান্ত ফর্মে আছেন লাহোর কালান্দার্সের হয়ে। নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে নিয়েছে পেশোয়ার জালমি, বাবর আজমের নেতৃত্বাধীন দল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের জন্য বিসিবি শুরুতে এনওসি না দিলেও পরে তাকে খেলার অনুমতি দেওয়া হয়। এখন চোখ থাকবে, রিশাদের পর পিএসএলে নাহিদ ও আতাহার কতটা আলো ছড়াতে পারেন।