ছোটবেলায় নেইমারের শার্ট আর মেসির জার্সি পরতাম’

ছোটবেলায় নেইমারের শার্ট আর মেসির জার্সি পরতাম’

খেলা

শৈশব থেকেই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির স্পর্শ পেয়েছিলেন লামিনে ইয়ামাল। তখনও জানতেন না, একদিন তিনিও হয়ে উঠবেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা। এখন ১৭ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার ইয়ামাল নিজেই হাজারো শিশু-কিশোরের ফুটবল স্বপ্নের মূল চালিকাশক্তি।

মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেক ঘটে ইয়ামালের। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৪টি গোল, সঙ্গে ২২টি অ্যাসিস্ট। এই বয়সেই বার্সেলোনার অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। জাতীয় দল স্পেনের হয়ে খেলাও নিশ্চিত করে ফেলেছেন।

বার্সেলোনার সবচেয়ে বেশি বিক্রিত জার্সিগুলোর মধ্যে অন্যতম এখন ইয়ামালের জার্সি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের সাফল্যে ছিল তার বড় অবদান। এমনকি ব্যালন ডি’অর ২০২৪-এর শীর্ষ ১০ প্রতিযোগীর তালিকাতেও জায়গা পেয়েছেন।

এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “ছোটবেলায় আমি মেসি ও নেইমারের জার্সি পরতাম। এখন শিশুরা আমার জার্সি পরে, এটা অবিশ্বাস্য। এটা এমন কিছু যা আমি কখনো ভাবিনি। একজন ১৩ বছর বয়সী যখন আমার মতো কাউকে দেখে অনুপ্রাণিত হয়, তখন বুঝি আমি কতদূর এসেছি।”

তিনি আরও বলেন, “আমার মা আমাকে বলেন, এগুলো সাধারণ কিছু না। আমি যখন রাস্তায় কোনো শিশুকে আমার জার্সি পরে দেখি, সেটা আমার জন্য দারুণ অনুভূতি।”

লিওনেল মেসির ছায়া থেকে উঠে এসে নিজেই এখন অনুপ্রেরণার প্রতীক ইয়ামাল। ফুটবলবিশ্ব অপেক্ষায়—এই বিস্ময়বালকের পথচলায় সামনে কী ইতিহাস লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *