ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর সিনেমা ‘নীলচক্র’

ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর সিনেমা ‘নীলচক্র’

বিনোদন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হওয়া আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’ এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আসন্ন ঈদুল আযহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

প্রযুক্তিনির্ভর সমাজে তরুণ প্রজন্ম কিভাবে মাদকতা ও ফাঁদে জড়িয়ে পড়ছে—এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘নীলচক্র’। সিনেমাটির চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।

শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।

নির্মাতা মিঠু খান জানিয়েছেন, ভিএফএক্সের কাজ শেষ হওয়ায় এবার মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত সিনেমাটি। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ‘নীলচক্র’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *