
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার (২২ এপ্রিল) গৃহকর্মী পিংকি আক্তারের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই ৪ মে ‘মেকআপ রুম’ থেকে মাদক সেবন করে আসার পর পিংকি আক্তারের মাথা, মুখ ও চোখে চড়–থাপ্পড় করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পার্শ্ববর্তীকালে থাকা সৌরভ নামের ব্যক্তিও পিংকিকে আটকিয়ে রাখে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলায় পরীমনি ও সৌরভের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭ (হত্যাচেষ্টা), ৩২৩/৩২৪ (ইচ্ছাকৃত আঘাত) ও ৫০৬ (হুমকি) ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।