সিলেট টেস্টে মুজারাবানির ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ জিম্বাবুয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্য

সিলেট টেস্টে মুজারাবানির ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ জিম্বাবুয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্য

খেলা

সিলেট টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭৪ রান।

দিনের শুরুতে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নামে টাইগাররা। তবে দ্বিতীয় বলেই অধিনায়ক শান্ত আউট হলে শুরু হয় ধস। শান্ত ১০৫ বল খেলে করেন ৬০ রান। এরপর একে একে ফিরেছেন মিরাজ (১১), তাইজুল (১), হাসান মাহমুদ (১২) ও খালেদ আহমেদ (০)।

সবচেয়ে বড় ধাক্কা দেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন তিনি। এই ইনিংসে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে জিম্বাবুয়ের ইতিহাসে দ্রুততম যৌথ উইকেটশিকারির তালিকায় নাম লেখান মুজারাবানি।

এখন সব নজর জিম্বাবুয়ের সহজ লক্ষ্য তাড়া করার দিকে। সিলেট টেস্টে চাপে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *