
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এফটিপির বাইরে জুন মাসে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে দেশের মাটিতে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তানই।
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মে ও জুন মাসে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, “আমিরাতের বিপক্ষে সিরিজটি আমাদের পরিকল্পনায় ছিল না। তবে পাকিস্তানে যাওয়ার আগে ওখানে দুটি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিসিবি এই ফরম্যাটে বেশি ম্যাচ খেলাতে চায় দলকে। তবে এখনো কোনো সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।
এই দুই মাসে খেলোয়াড়দের প্রস্তুতি ও সামর্থ্য যাচাই করার দারুণ সুযোগ তৈরি হবে বলে মনে করছে ক্রিকেট বোর্ড।