"বিশ্বমঞ্চে বাংলা সিনেমাকে পৌঁছাতে চাই" — শাকিব খান

“বিশ্বমঞ্চে বাংলা সিনেমাকে পৌঁছাতে চাই” — শাকিব খান

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘বরবাদ’–এর মাধ্যমে বাংলা সিনেমার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় নতুন মাত্রা যোগ করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।”

‘বরবাদ’ ইতোমধ্যে ইতালির রোম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। শাকিব জানান, রোমে বাংলাদেশি দর্শকদের অভূতপূর্ব সাড়া দেখে তিনি অভিভূত হয়েছেন। নর্থ আমেরিকায় SK Films-এর মাধ্যমে সিনেমাটির পরিবেশনা হচ্ছে, যেখানে হলিউড সিনেমার মাঝেও ‘বরবাদ’-এর শো সোল্ড আউট হয়েছে।

শাকিব খান আরও বলেন, “অভিনয় আমার শখ ছিল, এখন তা নেশায় পরিণত হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, পার্শ্ববর্তী দেশের মতো বাংলা সিনেমাও একদিন হাজার কোটি টাকার ক্লাব ছুঁতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *