
ঢাকাই সিনেমায় ‘নায়িকা সংকট’ নিয়ে চলছে আলোচনা, তবে প্রযোজক-পরিচালকদের মতে, সংকট নায়িকার নয়—গ্রহণযোগ্যতার। বর্তমান সময়ের অনেক নায়িকারই দর্শকপ্রিয়তা কমে গেছে বা তারা অন্য খাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনি ও নুসরাত ফারিয়ার মতো পরিচিত মুখগুলো এখন সিনেমায় সেভাবে সক্রিয় নন। কেউ ইউটিউবে, কেউ রাজনীতিতে, কেউবা সমালোচনায় বেশি আলোচিত। দর্শকও তাদের নিয়ে আগ্রহ হারিয়েছেন।
প্রযোজকরা বলছেন, শুধু নতুন মুখ নয়—দরকার এমন নায়িকা, যাদের ইমেজ ও অভিনয়ে দর্শক আস্থা রাখতে পারে। তাই সমস্যাটা ‘নায়িকা সংকট’ নয়, বরং গ্রহণযোগ্যতা সংকট।